ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিউইয়র্কের চিকিৎসক ইবোলায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, অক্টোবর ২৪, ২০১৪
নিউইয়র্কের চিকিৎসক ইবোলায় আক্রান্ত

ঢাকা: পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ গিনি থেকে ফেরা এক মার্কিন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকের নাম ক্রেগ স্পেনসার।



তিনি গিনিতে দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) হয়ে ইবোলা রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

স্পেনসার নিউইয়র্কের প্রথম ও যুক্তরাষ্ট্রের চতুর্থ ইবোলা আক্রান্ত ব্যক্তি।

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে মারাত্মক এই ভাইরাসে এ পর্যন্ত ৪,৮০০ বেশি মানুষ নিহত হয়েছেন।

৩৩ বছর বয়স্ক ডা. স্পেনসার গত ১৪ অক্টোবর গিনি ছাড়েন একং ইউরোপ হয়ে ১৭ অক্টোবর দেশে ফেরেন। বৃহস্পতিবার তিনি ক্লান্তি অনুভব করেন এবং জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন।

এরপর তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।