ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

২০১৩ সালে চীনে ২৪০০ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, অক্টোবর ২১, ২০১৪
২০১৩ সালে চীনে ২৪০০ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে চীন শীর্ষে। ২০১৩ সালে দেশটিতে ২ হাজার ৪০০ জনের মৃত্যুদণ্ড প্রদান করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন দু হুয়া এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির অভিযোগ, বেইজিং প্রকৃত সংখ্যা গোঁপন করছে। ২০১২ সালের পর থেকে ২০ ভাগ মৃত্যুদণ্ডের তথ্য গোপন করেছে চীন।

দু হুয়া জানায়, চীন এককভাবে প্রতিবছর সারাবিশ্বের চেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড দেয়।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২২টি দেশের মৃত্যুদণ্ডের বার্ষিক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ১৪ ভাগ মৃত্যুদণ্ড কমেছে বলে বলা হয়।

তবে তথ্য পাওয়ার সমস্যার কারণে অ্যামনেস্টি ২০০৯ সাল থেকে চীনের তথ্য প্রকাশ করছে না। ২০১৩ সালে সারাবিশ্বে ৭৭৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা চীনের তিন ভাগের এক ভাগ।

চীনের বাইরে ৮০ ভাগ মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরান, ইরাক ও সৌদি আরবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।