ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শিশুদের হজ বন্ধের কথা ভাবছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, অক্টোবর ২০, ২০১৪
শিশুদের হজ বন্ধের কথা ভাবছে সৌদি সংগৃহীত

ঢাকা: শিশুদের হজপালন বন্ধ করার কথা ভাবছে সৌদি সরকার। অভিভাবকদের সঙ্গে যাওয়া এসব শিশুদের গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিচ্ছে সৌদি।

খবর ডন অনলাইন।

এই নিয়ে একটি প্রস্তাবনাও তৈরি করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, ১০ বছরের নিচে শিশুদের বাবা মায়েদের সঙ্গে হজ পালন করতে যেতে পারবে না।

সৌদির হজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। কারণ সেসময় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

একটি হিসাবে জানা যায়, এ বছর ৫-৭ হাজারেরও বেশি শিশু হজে গিয়েছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশ ছয় বছরের নিচে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।