ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকি কুর্দিদের সাহায্য করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ২০, ২০১৪
ইরাকি কুর্দিদের সাহায্য করবে তুরস্ক

ঢাকা: সিরিয়ার কুর্দি অধ্যুষিত কোবানি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকি কুর্দিদের সাহায্য করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এজন্য তারা নিজেদের সীমান্ত ব্যবহার করতে দেবে।

ফলে ইরাকি কুর্দিরা তুরস্কের সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ান কুর্দিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে আইএসের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে।

আল-জাজিরা ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানা গেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট কাভুসোগলু সোমবার আঙ্কারায় সাংবাদিকদের জানান, আমরা ইরাকি কুর্দিশ পেশমার্গা বাহিনীকে কোবানিতে যাওয়ার জন্য সাহায্য করব। এ বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

কোবানিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দিশ যোদ্ধাদের জন্য যুক্তরাষ্ট্র প্লেন থেকে অস্ত্র, গোলাবারুদ ও সহায়তাসামগ্রী  ফেলার পর এমন সিদ্ধান্তের কথা জানাল তুরস্ক। যদিও তুরস্ক যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে।

কোবানো গত কয়েকসপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও আইএস বিরোধী জোটের বিমান হামলার ধারাবাহিকতায় কুর্দিশদের অস্ত্রশস্ত্র দেয় মার্কিন সরকার। কোবানে শহরটি তুরস্কের সীমান্তের কাছাকাছি।

আইএস জঙ্গি ও সিরিয়ান কুর্দি বাহিনীর মধ্যে গত কয়েকমাস ধরে সংঘর্ষের জেরে হাজার হাজার বাসিন্দা এলাকাটি ছেড়েছেন। শিশু, নারীসহ নিহত হয়েছেন শত শত নারী।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।