ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিনাইয়ে ছয় মিশরীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, অক্টোবর ১৯, ২০১৪
সিনাইয়ে ছয় মিশরীয় সেনা নিহত

ঢাকা: সিনাইয়ে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ছয় মিশরীয় সেনা। মিশরের ইসরায়েল সীমান্তবর্তী সিনাই প্রদেশে গত কয়েক বছর ধরেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে স্থানীয় ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোববার একটি গ্যাসের পাইপলাইন প্রহরারত অবস্থায় রাস্তায় পেতে রাখা বোমায় উড়ে যায় সেনা বহনকারী একটি সাঁজোয়া যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় সেনা।    

গত বছরের জুলাই মাসে মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাতের পর সিনাইয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা মারাত্মকভাবে বেড়ে গেছে। জুলাই মাস থেকে এখন পর্যন্ত বিদ্রোহী হামলায় সেখানে নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য।

আনসার বায়েত আল মাকদিস নামের একটি সংগঠন সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর ওপর পরিচালিত এই হামলাগুলোর দায়দায়িত্ব স্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।