ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিকারাগুয়ায় প্রবলবর্ষণে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, অক্টোবর ১৯, ২০১৪
নিকারাগুয়ায় প্রবলবর্ষণে ২২ জনের প্রাণহানি

ঢাকা: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় গত কয়েকদিনের প্রবল বর্ষণে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর মধ্যে রাজধানী মনাগুয়ায় দেয়াল ধ্বসে নয়জনের প্রাণহানি হয়।



এদিকে, ভূমিধ্বসের আশঙ্কায় বিভিন্ন এলাকা থেকে জরুরি উদ্ধারকর্মীরা বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। বর্ষণে ত্রিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরকারি এক কর্মকর্তা জানান, বহু মানুষকে অস্থায়ী নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যেসব এলাকার মানুষজন আশঙ্কাজনক এলাকায় বসবাস করছেন তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন রাসৌরি মুরিল্লো নামে এক নারী কর্মকর্তা।

বর্ষণে এল সালভাদর, গুয়েতেমালা ও হন্ডুরাসেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।