ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পোপের সমালোচনা করায় যাজকের পদাবনতি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, অক্টোবর ১৮, ২০১৪
পোপের সমালোচনা করায় যাজকের পদাবনতি! ছবি: সংগৃহীত

ঢাকা: পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে পদাবনতি প্রদানের অভিযোগ তুললেন একজন প্রখ্যাত মার্কিন ক্যাথলিক ধর্মযাজক।

পোপ ফ্রান্সিসের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কার্ডিনাল রেইমন্ড বারক শুক্রবার সোশ্যাল মিডিয়া সাইট বাজফিডকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন, ক্যাথলিক চার্চে তার বর্তমান অবস্থানের অনেক নিম্নস্তরে তাকে পদাবনতি দেয়া হয়েছে।



অবশ্য ভ্যাটিকান সংশ্লিষ্ট বিভিন্ন মহলে গত কয়েক সপ্তাহ ধরেই তাকে পদাবনতি দেয়ার গুজব ছড়িয়ে পড়ে বলে জানায় সংবাদমাধ্যম। সমকামীদের বিষয়ে পোপ ফ্রান্সিসের নমনীয় দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে আসছিলেন তিনি।

গত ১৩ অক্টোবর সমকামীদের বিরুদ্ধে পূর্বসূরীদের কঠোর অবস্থানের বিপরীতে নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণের ইঙ্গিত দেন পোপ ফ্রান্সিস। উদারপন্থি অনেকেই তার এ অবস্থানকে স্বাগত জানালেও পোপের নিন্দায় মুখর হন কট্টরপন্থিরা। কার্ডিনাল বার্ক তাদের মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।