ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু বহনে সক্ষম ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, অক্টোবর ১৭, ২০১৪
পরমাণু বহনে সক্ষম ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ ভারতের ছবি: সংগৃহীত

ঢাকা: ‘নির্ভয়’ নামে পরমাণু বহনে সক্ষম একটি শক্তিশালী ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত।

দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও শুক্রবার উড়িষ্যার বালেশ্বর জেলার বন্দর নগরী চান্দিপুরের কাছে হুইলার দ্বীপের ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা কেন্দ্র ইন্টাগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এ উৎক্ষেপণ চালায়।



ডিআরডিও জানায়, এই ক্রুজ মিসাইল তার অবস্থান পরিবর্তনে সক্ষম এবং গাছের ডগা সমান উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ মিসাইলটি পরমাণু ওয়ারহেড বহন করে প্রায় ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ‍আঘাত হানতে পারবে।

অন্য ব্যালাস্টিক মিসাইলের চেয়ে প্রায় অনেক ক্ষেত্রে ভিন্ন নির্ভয়ের ডানা রয়েছে। এটা মিসাইলের মতো প্রক্ষিপ্ত হয় এবং উড়ালের ঠিক পরপরই ক্ষুদ্রাকৃতির ডানাগুলো মেলে দেয়। এরপর এটি উড়োজাহাজের মতো উড়তে থাকে এবং নির্দেশনা অনুযায়ী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।