ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবান জঙ্গি হামলায় ছয় আফগান পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, অক্টোবর ১৪, ২০১৪
তালেবান জঙ্গি হামলায় ছয় আফগান পুলিশ নিহত

ঢাকা: আফগানিস্তানের কাবুলের দক্ষিণাঞ্চলের লোগার প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সকালে তারা নিহত হয়।



আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তালেবান জঙ্গিদের একটি গ্রুপ মঙ্গলবার ভোরে বারাকি বারাক এলাকার একটি স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা করে। এতে ছয়জন পুলিশ সদস্য নিহত হয়।
 
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দীন মোহাম্মাদ দরবিশ সরকারিভাবে এ হামলার খবর নিশ্চিত করে বলেছেন, এ হামলার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
 
উল্লেখ্য, রাজধানীর উত্তরাঞ্চলে পুলিশের গাড়ি বহরে জঙ্গিদের আকস্মিক হামলায় ২২ পুলিশ নিহত হওয়ার একদিন পর এ হামলা চালানো হলো।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।