ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইবোলা

জার্মানিতে জাতিসংঘ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ১৪, ২০১৪
জার্মানিতে জাতিসংঘ স্বাস্থ্যকর্মীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির এক হাসপাতালে ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতিসংঘের এক স্বাস্থ্যকর্মী। জার্মানির লিপজিগ নগরীর চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি।



গত মার্চ মাস থেকে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৪ হাজার মানুষ মারা গেছেন। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিয়ন, গিনি ও নাইজেরিয়ায়।
 
ইবোলায় মৃত ওই ব্যক্তি লাইবেরিয়ার জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার তিনি জার্মানিতে চিকিৎসার জন্য আসেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বর্তমানে জার্মানির ফ্রাংকফুটে একজন ইবোলা রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া দীর্ঘ ৫ সপ্তাহ চিকিৎসা নিয়ে হামবুর্গ নগরীর একটি ‍হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অপর একজন ইবোলা আক্রান্ত রোগী।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।