ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের ২১২ মিলিয়ন ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ১২, ২০১৪
গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের ২১২ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: গাজা পুনর্গঠনে ২১২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিশরের রাজধানী কায়রোতে দাতা দেশগুলোর এক সম্মেলনে এই প্রতিশ্রুতি দেয় দেশটি।



চলতি বছর কয়েক দফায় ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ৫০ দিনের যুদ্ধ হয়। যুদ্ধের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা পুনর্নিমাণে মোট ৪ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন করে।

সাত সপ্তাহব্যাপী গাজার যুদ্ধ ২৬ অগাস্ট শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়। যুদ্ধে ২১০০ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ৬৬ ইসরায়েলি সেনা ও ৭ বেসামরিক নাগরিক নিহত হন।

যুদ্ধে কমপক্ষে এক লাখ গাজাবাসী তাদের বাড়িঘর হারিয়েছেন। বেশিরভাগ এলাকার অবকাঠামো নষ্ট হয়ে গেছে।

সম্মেলন শুরুর আগে ফিলিস্তিন ও মিসরের প্রেসিডেন্ট দীর্ঘমেয়াদে শান্তিচুক্তির জন্য ইসরায়েলকে আহ্বান জানান। এছাড়া তারা ১৯৬৭ সালে অধিকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য ইসরায়েলকে অনুরোধ করেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ঘরছাড়া হাজার হাজার ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। এই সাহায্য আগামীকাল, আগামী সপ্তাহে নয়, এখনই দরকার।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান ক্যাথরিন অ্যাশটনসহ আরো অনেকে সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনটি পরিচালনা করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।