ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পুলিশি নজরদারিতে ব্রিটিশরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, অক্টোবর ১১, ২০১৪
পুলিশি নজরদারিতে ব্রিটিশরা!

ঢাকা: ব্রিটেনের জনসাধারণের ওপর পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র বোরিস জনসন। তবে, সম্ভাব্য উগ্রপন্থিদের তালিকা তৈরি করে সন্ত্রাস-বিরোধী বাহিনী এ নজরদারি চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।



মেয়র জনসনকে উদ্ধৃত করে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানায়, লন্ডন মেট্রোপলিটন এলাকায় প্রত্যহ ‘হাজারো ‍অভিযান’ পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।

জনসন বলেন, কম করে হলেও অন্তত কয়েক হাজার লোক নিয়মিত নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণে থাকেন।

সন্ত্রাসবাদী পরিকল্পনার অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে পাঁচ তরুণকে আটক করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। তারা এখনও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। এছাড়া, আরও বেশ কিছু সন্দেহভাজন নাগরিকের ব্যাপারে গভীর অনুসন্ধান কার্যক্রম চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র জানায়, চলতি সপ্তাহের শুরুতে যে তরুণদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন সিরিয়া ফেরতও রয়েছেন। পুলিশ ওই ব্যক্তিদের সঙ্গে সন্ত্রাসী সংগঠন আইএসের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।