ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান পুলিশ হেডকোয়াটার্সে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, অক্টোবর ১১, ২০১৪
আফগান পুলিশ হেডকোয়াটার্সে হামলায় নিহত ১

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণের একটি প্রাদেশিক পুলিশ হেডকোয়াটার্সে আত্মঘাতী হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ‍আরো অন্তত চারজন।



শনিবার সকালে হেলমন্দ পুলিশ হেডকোয়াটোর্সে এক আত্মঘাতী পুলিশের পোশাক পড়ে এই হামলা চালায়।

হেলমন্দ পুলিশ প্রধানের মুখপাত্র ফরিদ আহমেদ ওবায়দির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন সেনা সদস্য রয়েছেন।

পুলিশ হেডকোয়াটোর্সে হামলার ঘটনা এমন একটি সময়ে ঘটলো, যখন এ বছরের শেষেই আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যদের চলে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।