ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বন্যা নিয়ন্ত্রণে উপকূলে স্থায়ী বাঁধ দেবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, অক্টোবর ৯, ২০১৪
বন্যা নিয়ন্ত্রণে উপকূলে স্থায়ী বাঁধ দেবে ইন্দোনেশিয়া

ঢাকা: বন্যার হাত থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে রক্ষায় সেখানকার উপকূলে স্থায়ী বাঁধ নির্মাণ করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার এ সংশ্লিষ্ট একটি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।



দেশটির প্রধান অর্থমন্ত্রী খাইরুল তানজুং ২ শ’ ৬৩ মিলিয়ন ডলারের এ প্রকল্পের ঘোষণা করেন।

গত বছর বর্ষা মৌসুমে বন্যায় জাকর্তার ব্যবসায়ীদের ৫৮০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়। সে বছর বন্যার হাত থেকে রক্ষা পেতে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।