ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৬, অক্টোবর ৯, ২০১৪
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

ঢাকা: বুধবার পূর্ব ইংল্যান্ডের একটি শহরে মার্কিন সামরিক বিমান এফ-১৫ বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে।

এ সময় পাইলট ছিটকে দূরে পড়লেও তার আঘাত তেমন গুরুতর নয়।



বুধবার পূর্ব ইংল্যান্ডের ওয়েন্টন হিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের লিংকনশায়ারের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর: সিএনএনের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষ‍া বিভাগ সিএনএকে বিষয়টি নিশ্চিত করলেও বিমানটির গন্তব্য ও পাইলটের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানাতে রাজি হয়নি।

পুলিশ পতিত বিমানটির ধ্বংসাবশেষের চারপাশ ঘিরে রেখেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ওই জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। কেননা ধ্বংসাবশেষের ধোঁয়া বিপদজনক হতে পারে।

লিংকনশায়ার পুলিশ আরো জানান, দুর্ঘটনার পরপরই একটি হেলিকপ্টারে করে আহত পাইলট ঘটনাস্থল ত্যাগ করেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি লিংকনশায়ার পুলিশ।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।