ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ডাবলিন বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ৭, ২০১৪
ডাবলিন বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।

সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে রায়ান এয়ারের দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ছবি পোস্ট করেন।

আইরিশ এভিয়েশন অথরিটি জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া এয়ার ইনভেস্টিগেশন দল ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করেছে রায়ান এয়ার কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।