ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকো শহরে গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, অক্টোবর ৫, ২০১৪
মেক্সিকো শহরে গণকবরের সন্ধান ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর রাজধানী মেক্সিকো শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গুয়েরেরো রাজ্যের ইগুলা এলাকায় কবরের খোঁজ পায় পুলিশ।



গুয়েরেরোর প্রসিকিউটর ইনাকি ব্লানবো বলেন, মেক্সিকোর শহর থেকে ২০০ কি.মি দূরে ইগুলায় লাশগুলো পাওয়া গেছে।

গত ২৭ সেপ্টেম্বর এলাকাটিকে সংঘর্ষে ছয়জন নিহত ও ৪৩ ছাত্র নিখোঁজ হয়। শিক্ষকের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গত সপ্তাহে তারা ইগুলায় যান। পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি, লাঠিচার্য, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। অনেক বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে পুলিশ।
গুলি করার অপরাধে ২২ পুলিশ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।

তবে লাশগুলো নিখোঁজ ছাত্রের কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারিভাবে বলা না হলেও রয়টার্সের রিপোর্টে বলা হয়, লাশের আণুমানিক সংখ্যা ২০।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।