ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরব দেশগুলোর ১৩০ হজযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, অক্টোবর ৫, ২০১৪
আরব দেশগুলোর ১৩০ হজযাত্রীর মৃত্যু

ঢাকা: ২ অক্টোবর হজ শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র আরব দেশগুলোতে ১৩০ হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতা এবং ক্রনিক রোগের কারণে এসব হজযাত্রীরা মারা গেছেন।



দ্য ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ১৪ জন হজযাত্রী মারা গেছেন মিশরে। ইরাক, আলজেরিয়া, সুদান, মরক্কো, সোমালিয়া, ইয়েমেন, জর্ডান এবং মৌরিতানিয়ায়ও লোক মারা গেছেন।

এছাড়া ২১৩ জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।