ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনায় বসতে সম্মত দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, অক্টোবর ৪, ২০১৪
আলোচনায় বসতে সম্মত দুই কোরিয়া

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিক আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সফররত উত্তর কোরিয়ার নেতারা আলোচনায় বসতে রাজী হয়েছেন।

গত পাঁচ বছরে প্রতিদ্বন্দ্বী দুই দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই প্রথমবার মুখোমুখি হচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।

শনিবার এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তর কোরিয়ায় যায় দক্ষিণ কোরিয়া। ইনচিয়নে গেমসের ১৭তম আসরে উ. কোরিয়ায় দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হুয়াং পিয়ং-সো দক্ষিণ কোরিয়ার রিইউনিফিকেশন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের অনুষ্ঠেয় সংলাপের বাইরে আর কোনো তথ্য জানা যায়নি।

অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে দুই দেশের মধ্যে সংলাপ শুরু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।