ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মেয়েদের জিনস পরা উচিত না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, অক্টোবর ৩, ২০১৪
মেয়েদের জিনস পরা উচিত না কেজে যিশুদাস

ঢাকা: ভারতের কিংবদন্তিতুল্য গায়ক কেজে যিশুদাস মেয়েদের কাপড় পরা নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, মেয়েদের জিনস পরা উচিত না।

কারণ এটি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না।

গতকাল বৃহস্পতিবার ভারতের থিরুভানানথাপুরামে গান্ধী জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

৭৪ বছর বয়সী এই গায়ক বলেন, মেয়েদের জিনস পরে অন্যদের সমস্যা তৈরি করা উচিত না। যেটি ঢেকে রাখার জিনিস সেটা ঢেকেই রাখা উচিত।

যিশুদাসের এমন মন্তব্যের পরপরই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। কংগ্রেস কেলালা ইউনিটের নারীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

মহিলা কংগ্রেস নেতা বিন্দু কৃষ্ণা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এমন মন্তব্য মেনে নেওয়া যায় না। এটি নারীদের স্বাধীনতার বিরুদ্ধ।

তিনি বলেন, যিশুদাস একজন বড় মাপের গায়ক। সংগীতে ভারতীয়রা তার অবদানের জন্য গর্বিত। কিন্তু দুর্ভাগ্যবশত এমন মন্তব্য তার কাছ থেকেই এসেছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।