ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

স্ত্রীর গুলিতে ক্যালিফোর্নিয়া মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, অক্টোবর ১, ২০১৪
স্ত্রীর গুলিতে ক্যালিফোর্নিয়া মেয়র নিহত ড্যানিয়েল ক্রেসপো

ঢাকা: নিজ বাড়িতে স্ত্রীর গুলিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শহরতলী অ্যাবেল গার্ডেনের মেয়র ড্যানিয়েল ক্রেসপোর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।



স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটি ক্রিস্টাল হার্নেন্দাজ বলেন, ৪৫ বছর বয়সী মেয়র ড্যানিয়েল ক্রেসপো তার স্ত্রী লেভেত্তে ক্রেসপোর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এর জের ধরেই এক পর্যায়ে মেয়রকে গুলি করেন তার স্ত্রী।

কর্মকর্তারা বলেন, বেশ কয়েক দফা ক্রেসপোকে গুলি করেছেন তার স্ত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ক্রেসপো লস অ্যাঞ্জেলেসের বেল গার্ডেনের মেয়র এবং এক দশকেরও বেশি সময় ধরে সিটি কাউন্সিলের সদস্য ছিলেন। ১৯৮৬ সালে ক্রেসপো ও লেভেত্তে বিয়ে করেন।

২০০১ সালে প্রথম সিটি কাউন্সিলের সদস্য নির্বার্চিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।