ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ঝাড়ু হাতে তুলে নিলেন ভারতীয় মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, সেপ্টেম্বর ২৬, ২০১৪
ঝাড়ু হাতে তুলে নিলেন ভারতীয় মন্ত্রীরা

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ক্লিন ইন্ডিয়া’ স্বপ্ন বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন তার মন্ত্রীরা। ভারতকে পরিস্কার পরিচ্ছন্ন করতে নিজ হাতেই ঝাড়ু তুলে নিয়েছেন তারা।

অন্যকে উদ্বুদ্ধ করতে রাস্তা পরিষ্কার করছেন।

আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে ‘স্বচ্ছ ভারত’ (ক্লিন ইন্ডিয়া) অভিযানের অংশ হিসেবে মোদী নিজেও ঝাড়ু দেবেন। তিনি গোটা ভারতে এই ‘গণআন্দোলন’ ছড়িয়ে দিতে চান।

এছাড়া প্রথমবারের মতো ২ অক্টোবর সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

মোদীর ২ অক্টোবরের মেগা কর্মসূচির আগে মন্ত্রীরা রাস্তা, অফিস করিডোর, গার্ডেন পরিষ্কার করা শুরু করে দিয়েছেন। এসময় তাদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের লোকজন উপস্থিত ছিলেন।

তবে বিরোধী দল কংগ্রেস মন্ত্রীদের এমন কর্মকাণ্ডকে মিডিয়ার সামনে লোক দেখানো বলে সমালোচনা করছে। শুক্রবার রাস্তায় ঝাড়ু দেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। শিগগিরই অন্যরাও নামছেন। এছাড়া নিজ মন্ত্রণালয়ের স্টেশন ও প্লাটফর্ম পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।