ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএসে বিদেশি যোদ্ধা নিষিদ্ধ করলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, সেপ্টেম্বর ২৫, ২০১৪
আইএসে বিদেশি যোদ্ধা নিষিদ্ধ করলো জাতিসংঘ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখলে নেওয়া জঙ্গি দল ইসলামিক স্টেটে (আইএস) বিদেশি যোদ্ধ‍াদের যোগদান নিষিদ্ধ করে শর্ত সাপেক্ষে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সর্বসম্মতিতে শর্ত সাপেক্ষে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

খবর: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের আনা এ প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ সমর্থন দেয়। জাতিসংঘ সনদের ৭ অধ্যায় অনুযায়ী, এ অনুমোদনের মাধ্যমে আইনিভাবে সদস্য দেশগুলোকে এটা মানতে বাধ্য করার কর্তৃত্ব দেওয়া হয়েছে জাতিসংঘকে।

আইএসে যে বিপুল পরিমাণ বিদেশি যোদ্ধা জিহাদি হিসেবে যোগ দিচ্ছে তা ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি আইএস এর জিহাদি যোদ্ধা হিসেবে বিশ্বের প্রায় ৭০টি দেশ থেকে অন্তত ১২ হাজার যোদ্ধা যোগ দিয়েছে। এরা সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল নেওয়া আইএসের হয়ে লড়াই করছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অন্তত ৪০টিরও বেশি আই‌এস দমনে জোটবন্ধ হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক ও সিরিয়ায় আইএসের ঘাটিতে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, সেপ্টম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।