ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরেক বৃটিশ নাগরিককে আটক করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, সেপ্টেম্বর ১৮, ২০১৪
আরেক বৃটিশ নাগরিককে আটক করেছে আইএস

ঢাকা: এক ব্রিটিশ সাংবাদিকে হত্যার পর আরেক জনকে আটকের দাবি করেছে সুন্নিপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস প্রকাশিত নতুন একটি ভিডিওতে এ দাবি করা হয়।



ভিডিওতে আটককৃত অ্যালান হেনিংকে ডেভিড হেইনসের মতো হত্যার হুমকি দেওয়া হয়। হেইনসকে কিছুদিন আগে শিরশ্ছেদ করে হত্যা আইএস।

এই নিয়ে তৃতীয় কোনো ব্রিটিশ নাগরিককে আটকের ঘটনা ঘটলো। চলতি ভিডিওতে শিরশ্ছেদের কোনো দৃশ্য দেখা না গেলেও কমলা রঙের পোশাক পরিহিত হেনিং নিজেকে বন্দি বলে দাবি করেছেন।

ভিডিওতে তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কেন তাদেরকে মুক্ত করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না! তবে এসময় তার পাশে কোনো জঙ্গি দেখা যায়নি।

২০১৩ সালে ত্রাণকর্মী হিসেবে কাজ করার সময় সিরিয়ার সীমান্ত পাড়ি দিতে গেলে তাকে আটক করে আইএস।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।