ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আগস্ট ছিল ইতিহাসের উষ্ণতম মাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, সেপ্টেম্বর ১৬, ২০১৪
আগস্ট ছিল ইতিহাসের উষ্ণতম মাস ছবি: সংগৃহীত

ঢাকা: আগস্ট মাস ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, ১৮৮১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড গণনার শুরুর পর থেকে আগস্ট ছিল সবচেয়ে গরমের মাস।



অবশ্য গত কয়েকমাস ধরেই একটার পর একটা রেকর্ড হয়ে যাচ্ছে। যেমন: মে মাস উষ্ণতার পূর্বের সকল রেকর্ড ভেঙেছিল। তার ঠিক দুই মাস পর সে রেকর্ড ভাঙল আগস্ট।   

নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের জলবায়ুবিদ ড. গাভিন স্কিমিট হাফিংটন পোস্টকে বলেন, অন্যান্য আগস্টের তুলনায় এবারের আগস্ট মাসের তাপমাত্রা ছিল অত্যধিক বেশি।

তবে শুধু বছরের কোনো বিশষ মাস নয় দীর্ঘমেয়াদে তাপমাত্রা বৃদ্ধির হার অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করে দেন এই জলবায়ুবিদ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।