ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্লাইট দেরি করানোর জের

দুই পাক আইন প্রণেতাকে যাত্রীদের গলাধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, সেপ্টেম্বর ১৬, ২০১৪
দুই পাক আইন প্রণেতাকে যাত্রীদের গলাধাক্কা রেহমান মালিক

ঢাকা: যাত্রীদের গলা ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত প্লেন থেকে নেমে যেতে বাধ্য হলেন পাকিস্তানি সিনেটর রেহমান মালিক ও শাসকদলীয় আরেকজন আইন প্রণেতা। যাত্রীদের অভিযোগ এই দুইজনের কারণেই করাচি থেকে ইসলামাবাদগামী পিআইএ’র ফ্লাইটটি আড়াই ঘণ্টা দেরি করেছে।



এ ঘটনায় আলোড়ন পড়ে গেছে পাকিস্তানের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোস্যাল ভিডিও শেয়ারিং সাইটগুলোতে ছড়িয়ে পড়ে ওই ঘটনার ভিডিও।

তবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র মাহসুদ তেজওয়ার বলেন, ওই দুই ব্যক্তির কারণে নয় বরং কারিগরি ত্রুটির কারণেই দেরি হয়েছে ফ্লাইট ছাড়তে।

জানা গেছে, দেরি করে প্লেনে প্রবেশ করা ওই দুই আইন প্রণেতাকে এ সময় দরজা দেখিয়ে দেন ক্রুদ্ধ যাত্রীরা। তারা বলতে থাকেন, ‘মালিক সাহেব। আপনি ফিরে যান। আপনার উচিত যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া। আপনাদের কারণে আড়াইশ যাত্রী ভোগান্তির শিকার হলেন। ’

তারা আরও বলেন, ‘মালিক সাহেব আপনি আর মন্ত্রী নন। আর যদি হনও তাহলেও আমরা পরোয়া করি না ‘

উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টির ডাকসাইটে নেতা রেহমান মালিক গত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।