ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরি ডুবিতে একশ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, সেপ্টেম্বর ১৪, ২০১৪
ফিলিপাইনে ফেরি ডুবিতে একশ জনকে জীবিত উদ্ধার

ঢাকা: ফিলিপাইনে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে একশ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ সময় তারা ফেরি থেকে দুইজনে মৃত দেহও উদ্ধার করে।



জানা যায়, এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ফিলিপাইনের কেন্দ্রে অবস্থিত সাগরে প্রতিকূল আবহাওয়ায় ফেরিটি ডুবে যায়।

উদ্ধারকারী দলের সদস্য জোসেফ কয়মি জানিয়েছেন, গত শনিবার বিকেলে প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে উদ্ধার কাজ শুরু করি। এখন পর্যন্ত একশ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে আমরা উদ্ধারকাজ চালিয়ে যেতে চাই। কারণ নিখোঁজ যাত্রীদের কোনো সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

জানা যায়, শনিবার বিকেলে উত্তর ফিলিপাইনে তাইফুন ‘কালমায়েগি’ আঘাত হানে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরে ফেরিটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।