ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীর জন্মদিনে মায়ের বিশেষ লাড্ডু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, সেপ্টেম্বর ১৩, ২০১৪
মোদীর জন্মদিনে মায়ের বিশেষ লাড্ডু ছবি: সংগৃহীত

ঢাকা: ছেলে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন। তাই ছেলেকে ঘিরে নানা পরিকল্পনা মা হিরাবার।

গুজরাটি মিষ্টি- চারমা কি লাড্ডু, লাপসি ও কানসার কোনকিছু্ তৈরিতেই কার্পণ্য করছেন না মোদীর মা।

কারণ ১৭ সেপ্টেম্বর জন্মদিনের প্রথম প্রহরেই মোদী প্রথমেই মা হিরাবার আশীর্বাদ নিতে আসবেন। মায়ের পা ছুঁয়ে সালাম করবেন। তারপর অন্যান্য আনুষ্ঠানিকতা। আগের জন্মদিনগুলোতেও মোদী এমনটি করে আসছেন।

ছেলের ৬৪তম জন্মদিনে আর মাত্র কয়েকটা দিন বাকি। কবে আসবে সেই শুভদিন- তার অপেক্ষাতেই প্রহর গুণছেন ৯৫ বছর বয়স্ক হিরাবা।

তাইতো গর্বিত মা আরেক ছেলে পঙ্কজ মোদীকে নিয়ে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন। মিষ্টি তৈরি থেকে শুরু করে বাড়িঘর পরিস্কার, উঠান সাজানোর কাজেই ব্যস্ত তিনি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মোদী বাড়িতেই আসলেই হরেক রকমের মিষ্টি তার সামনে পরিবেশন করা হবে। নিজ হাতে ছেলেকে খাইয়েও দিবেন হিরাবা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।