ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তথ্য না দিলে ইয়াহুকে জরিমানার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, সেপ্টেম্বর ১২, ২০১৪
তথ্য না দিলে ইয়াহুকে জরিমানার হুমকি যুক্তরাষ্ট্রের

ঢাকা: ব্যবহারকারীদের তথ্য না দিলে ইয়াহুকে জরিমানার হুমকি দিয়েছে মার্কিন সরকার। তা-ও আবার অল্পস্বল্প নয়, প্রতিদিন আড়াই লাখ মার্কিন ডলার জরিমানার হুঁশিয়ারি!

যুক্তরাষ্ট্রের নতুন সার্ভিলেন্সের আইন অনুযায়ী, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ইয়াহুর কাছে তথ্য চেয়েছে।



কিন্তু ইয়াহু বলছে, তারা তথ্য দিতে পারবে না। এটি অসাংবিধানিক।

এর আগে তথ্য প্রদান নিয়ে কোর্ট চ্যালেঞ্জে হেরে যায় ইয়াহু। এরমধ্যেই বৃহস্পতিবার মামলা সংক্রান্ত কিছু তথ্য চেয়ে ফেডারেল কোর্ট আদেশ জারি করেন।

ইয়াহুর জেনারেল কনস্যুল রোন বেল জানান, অনলাইন সার্ভিস থেকে সরকার ব্যবহারকারীদের তথ্য পাওয়ার জন্য আইন সংশোধন করেছে। এজন্য আদালতকে ব্যবহার করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।