ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএস ধ্বংসের পরিকল্পনা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, সেপ্টেম্বর ১১, ২০১৪
আইএস ধ্বংসের পরিকল্পনা ওবামার ছবি: সংগৃহীত

ঢাকা: ‌ইরাক ও সিরিয়ার বিশাল অংশের নিয়ন্ত্রণ নেওয়‍া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার র‍াতে হোয়াইট থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি আইএসকে নির্মূলের কথা পুনর্ব্যক্ত করেন।



এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইরাক ও সিরিয়ার দখল নেওয়া আইএস জঙ্গি ও তাদের লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথাও জানান।

এজন্য তিনি সেখানে আইএস বিরোধীদের জন্য সামরিক সাহায্য প্রদানেরও ঘোষণ‍া দেন।

ইতোমধ্যে এ প্রক্রিয়ার অংশ হিসেবে ওবামা তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে মধ্যপ্রাচ্য সফরে পাঠিয়েছেন। সেখানে কেরি ইরাকের নতুন সরকারের নেতৃত্বে আইএস দমনে ‍অভিযান জোরদারের চেষ্টা অব্যাহত রেখেছেন।

ওবামার এই ভাষণের মধ্য দিয়ে ইরাক ও সিরীয় সীমান্তের বিশাল অংশের নিয়ন্ত্রণ ধরে রাখা জিহাদী জঙ্গি আইএস নিমূর্ল অভিযান আরও একধাপ এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।