ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্টকল্যান্ডের স্বাধীনতা

ঐক্যবদ্ধ থাকতে প্রচারণা চালাবেন ক্যামেরনরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, সেপ্টেম্বর ১০, ২০১৪
ঐক্যবদ্ধ থাকতে প্রচারণা চালাবেন ক্যামেরনরা ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্য থেকে স্টকল্যান্ডের স্বাধীন হওয়ার বিপক্ষে সেখানে প্রচারণা চালাবেন রাজনৈতিক নেতারা। সেখানে তারা গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাবেন।



যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ এবং শ্রম নেতা অ্যাড মিলিব্যান্ড এ প্রচারণায় অংশ নিবেন। ইতিমধ্যে তারা নেদারল্যান্ডে এক সপ্তাহ ধরে এ প্রচারণায় অংশ নিবেন বলে জানা গেছে।

এদিকে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ড জানিয়েছেন, যুক্তরাজ্যে এ তিন রাজনৈতিক নেতা জনগণের কাছে সবচেয়ে কম বিশ্বাসযোগ্য। তাদের এ প্রচারণা হিতে বিপরীত হবে।   তারা এ প্রচারণা চালাতে গণভোটে ‘হ্যা’ ভোটের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি এ সময়  ডেভিড ক্যামেরনকে আগামী ১৮ সেপ্টেম্বর গণভোটের আগে এ বিষয়ে সরাসরি বিতর্কে যোগদানের আহ্বান জানান।

অন্যদিকে ডেভিড ক্যামেরন স্টকল্যান্ডবাসীকে যুক্তরাজ্যের সাথে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের সাথে থাকলে স্টকল্যান্ডের ভবিষ্যৎই শুধু উজ্জল নয় বরং তারা গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী হতে পারবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য খুবই মূল্যবান ও সম্মনীয় দেশ।   যা এখন বিপন্ন প্রায়। তাই আমরা সবাই একসাথে থাকতে চায়। আমরা কখনও এ জাতিকে বিভক্ত হতে দিতে চায় না।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।