ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলায় প্রাদেশিক পুলিশ প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, সেপ্টেম্বর ৮, ২০১৪
আফগানিস্তানে হামলায় প্রাদেশিক পুলিশ প্রধান নিহত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের প্রধান কার্যালয়ে আত্মঘাতী হামলায় জেলা পুলিশ প্রধান নিহত হয়েছেন। হামলায় তার দুই সহযোগীও নিহত হন বলে সোমবার কান্দাহার গর্ভনরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।



নিহত পুলিশ প্রধানের নাম আব্দুল মানাফ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামিম একপেলওয়াক নামে ওই মুখপাত্র।

এদিকে, ঘটনার দায় স্বীকার করে এক বার্তা দিয়েছেন তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহম্মাদি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।