ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, সেপ্টেম্বর ৮, ২০১৪
কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০

ঢাকা: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছোট আকৃতির একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।



সংবাদমাধ্যম জানায়, প্লেনটি কলম্বিয়ার আরারাকুয়ারা থেকে ফ্লোরেনসিয়ায় ‍যাচ্ছিল। নিহত ১০ জনের মধ্যে ২ জন ক্র।

দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে দেশটির সিভিল অ্যারোনটিকস এজেন্সির ডিরেক্টর (অপারেশন) নিশ্চিত করেছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্লেনটি হঠাৎ রাডার থেকে নিখোঁজ হয়।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।