ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ৪ নারী ধর্ষণের দায়ে ৭ জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, সেপ্টেম্বর ৭, ২০১৪
আফগানিস্তানে ৪ নারী ধর্ষণের দায়ে ৭ জনের ফাঁসি

ঢাকা: আফগানিস্তানে চার নারীকে গণধর্ষণের দায়ে সাত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

গত আগস্টের ওই তুমুল সমালোচিত ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রোববার এ রায় ঘোষণা করা হয়।



সংবাদ মাধ্যমগুলো জানায়, আগস্টে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে কাবুলের বাড়ি ফেরার সময় চার নারীকে অপহরণ করে গণধর্ষণ করে সাত পাষণ্ড।

কাবুল পুলিশের প্রধান জহির জহির বলেন, ৩ সেপ্টেম্বর আটক করার পর অপরাধীরা দুই ঘণ্টার মধ্যেই তাদের কৃতকর্মের দায় স্বীকার করে।

ধর্ষণের শিকার এক নারী আদালতকে বলেন, আমরা পরিবারের সঙ্গে পাগমানে (কাবুলের পার্বত্য এলাকার একটি শহর) গিয়েছিলাম। ফেরার পথে তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে  নেয় এবং এরপর যা শুরু করে তা আপনাদের সবারই জানা।

অল্প কিছু সময়ের শুনানি শেষে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।