ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য জরুরী: বিলওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, সেপ্টেম্বর ৭, ২০১৪
গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য জরুরী: বিলওয়াল বিলওয়াল ভুট্টো জারদারি

ঢাকা: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এক টুইটার বার্তায় জানিয়েছেন, ‘এ মুহূর্তে দেশের সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য খুবই প্রয়োজন। কারণ সঠিক সময়েই আমরা অন্য বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।



দেশটির কেন্দ্রী স্বরারাষ্ট্র মন্ত্রী নিসার আলী খানের সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রেক্ষিতে বিলওয়াল এ মন্তব্য করেছেন।

জানা যায়, এর আগে এক সংবাদ সম্মেলনে নিসার আলী খান জানিয়েছিলেন পাকিস্তান ও দেশের গণতন্ত্রের স্বার্থে তিনি অতীতের সবকিছু ভুলে যাবেন এবং সকলকে মাফ করে দিবেন।

নিসার আলী খান এর আগে পিপিপি’র নেতা আইতাজ আহসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।