ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুলাই ১৪, ২০১৪
গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

ঢাকা: অবিলম্বে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কোনো দেশের নাম উল্লেখ না করে ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সাংবাদিকদের জানান, যারা মধ্যপ্রাচ্যের লড়াইয়ে যুক্ত তারা যেন শিগগিরই ওই অঞ্চলের  গণহত্যা থেকে বিরত থাকে, ইইউ এ আহ্বান জানাচ্ছে।



এদিকে, সোমবার গাজায় ইসরাইলের হামলা সপ্তম দিনে পড়েছে। প্রথমে আকাশ পথে ইসরাইল সামরিক জেট থেকে বোমা ফেলে। এরপর রোববার থেকে এ হামলা আরো জোরদার করে। এদিন গাজা অভিমুখে ইসরাইল ট্যাংক বহর পাঠায়।

আর ইসরাইলের সপ্তাহব্যাপী হামলায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৭২ জনে উন্নীত হয়েছে।

ইইউ জানায়, আমরা সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি, যাতে করে হতাহত এড়ানো এবং পরিবেশকে শান্ত করা যায়।

ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সোমবার সাংবাদিকদের কাছে এর চেয়ে বেশি কিছু আর বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।