ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সোনিয়া ও রাহুল গান্ধিকে আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জুন ২৬, ২০১৪
সোনিয়া ও রাহুল গান্ধিকে আদালতে তলব রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি

ঢাকা: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও তার পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকে তলব করেছে দিল্লির একটি আদালত।

ন্যাশনাল হেরাল্ড নামের সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি পত্রিকার সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।



বৃহস্পতিবার দিল্লির মহানগর ম্যাজিস্ট্রেট গোমতি মানুচা এই সমন জারি করেন। ৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হতে হবে সোনিয়া ও রাহুলকে।

বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আদালত এ সমন জারি করে।
 
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করেন। তবে ২০০৮ সালে এটিকে বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।