ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

১৮ দিনে ইরাকে সহস্রাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, জুন ২৪, ২০১৪
১৮ দিনে ইরাকে সহস্রাধিক মানুষের মৃত্যু

ঢাকা: চলতি মাসের ৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ইরাকে এক হাজার ৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে উঠে এসেছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক।



এ বিষয়ে ইরাকে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার দল জানায়, দেশটির নিনিভা, দিয়ালা ‍এবং সালাহউদ্দিন প্রদেশে ৫-২২ জুন পর্যন্ত কমপক্ষে সাতশ’ ৫৭ জন বেসামরিক নিহত হয়েছেন।

একই সময়ে রাজধানী বাগদাদ এবং ইরাকের দক্ষিণাঞ্চলে আরও তিনশ’ ১৮ জন নিহত হন।


রুপার্ট কলভির নামে জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, ‘বাস্তবে যা দেখেছি তা এ সংখ্যার চেয়ে কম। ’

গত কয়েকদিন ধরে ইরাকের সুন্নি অধ্যুষিত মধ্য, পশ্চিম ও উত্তরাঞ্চলে সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।