ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে রেঞ্জার্সের অভিযানে টিটিপি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, জুন ২০, ২০১৪
পাকিস্তানে রেঞ্জার্সের অভিযানে টিটিপি কমান্ডার নিহত ছবি: সংগৃহীত

পাকিস্তানে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কমান্ডার নিহত হয়েছে। মঙ্গলবার করাচির সুলতানাবাদের মাঙ্গহপির এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

খবর ডন অনলাইন।

অপারেশন চলাকালে রেঞ্জার্স সদস্যরা ওই এলাকায় সব ধরনের যাতায়াত বন্ধ করে দেন। তবে রেঞ্জার্সের মুখপাত্র এই অভিযানের কথা স্বীকার করছেন।

একটি সূত্র জানায়, নিহত কমান্ডারের নাম ফখরুদ্দিন মেহুসদ। অভিযানে দুই নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।