ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উইলিয়ামের জন্মদিনে রাণীর হেলিকপ্টার উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জুন ২২, ২০১৪
উইলিয়ামের জন্মদিনে রাণীর হেলিকপ্টার উপহার

বিটিশ সাম্রাজ্যের রাণী বলে কথা, নাতির জন্মদিনে তো আর যা তা উপহার দেওয়া যায় না! ঠিক করলেন হেলিকপ্টার দেবেন তাকে।

কুইন এলিজাবেথ (দুই) কিন্তু নাতি প্রিন্স উইলিয়ামকে জন্মদিনের উপহার হিসেবে ঠিকই দিলেন আট মিলিয়ন পাউন্ডের একটি হেলিকপ্টার।



ডিউক অব ক্যামব্রিজ ও ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম ২২ জুন ৩২ বছরে পা দিয়েছেন।

উইলিয়াম এবং তার  স্ত্রী কেট-এর বিভিন্ন রাজকীয় কর্মকাণ্ডে যাতায়াতের জন্য ব্যবহার হবে ২০০৮ অগাস্টা এ১০৯এস গ্র্যান্ড হেলিকপ্টার।

হেলিকপ্টারটি উদ্বোধন করবেন রাণী স্বয়ং নিজেই এবং রাজপরিবারের যে কেউ এতে চড়তে পারবেন।

রাজপরিবারের ঘনিষ্ট কিছু সূত্র স্কাই নিউজকে বলেন, হেলিকপ্টারটির পূর্বোক্ত কোন মালিক ছিল না, যা কিনা অর্থের উন্নত মূল্যমানকে প্রকাশ করে।

বলা যায়, এটি আকাশে থাকবে সাড়ে চার ঘন্টা এবং এক উড্ডয়নে ৫৩০ মাইল ভ্রমণ করতে পারবে।

অগাস্টা কপ্টারটি রাণীর ঐশ্বর্যে হ্যাম্পশায়ারের আরএএফ অডিহাম-এর অন্যান্য ব্যক্তিগত হেলিকপ্টারের পাশে স্থান পাবে।

ফ্লাইট লেফটেনেন্ট ওয়ালেস খেতাব বহন করা প্রিন্স উইলিয়াম অ্যালিসে ওয়ালেসের আএএফ ভ্যালি থেকে সার্চ অ্যান্ড রেসক্যু পাইলট হিসেবে প্রশিক্ষিত।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘন্টা, ২২ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।