ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সংঘর্ষে এক সৈন্যসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, মে ৩১, ২০১৪
পাকিস্তানে সংঘর্ষে এক সৈন্যসহ নিহত ১৭ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক সৈন্যসহ ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অপর ১৬ জন জঙ্গি সদস্য বলে জানিয়েছে স্থানীয় সূত্র।



পাক সেনা কর্মকর্তারা জানান, শনিবার কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকা (ফাটা) বাজাউর জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানায়, জঙ্গিরা পাকিস্তান সীমান্তে প্রবেশ করে সেনা চৌকিতে হামলা চালিয়ে একজনকে হত্যা করলে পাল্টা প্রতিরোধে ১৬ জঙ্গি নিহত হয়।

সেনা চৌকিতে কোন বাহিনী হামলা চালিয়েছে এ বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

প্রতিবেদন মতে, ওই এলাকায় সেনা অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।