ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে হেলিকপ্টার ভূপাতিত, জেনারেলসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মে ২৯, ২০১৪
ইউক্রেনে হেলিকপ্টার ভূপাতিত, জেনারেলসহ নিহত ১৪

ঢাকা: ধীরে ধীরে ইউক্রেন সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। এবার দেশটিতে রাশিয়া সমর্থকরা গুলি করে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে।

এতে করে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জেনারেল ভোলোদিমির কুলচিৎস্কি আছেন।

বিদায়ী প্রেসিডেন্ট ওলেক্সানডার টার্চেনোভের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। বিদ্রোহীরা হেলিকপ্টার ভূপাতিত করতে রাশিয়ায় তৈরি অস্ত্র ব্যবহার করেছেও বলে খবরে জানা যায়।

ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে সৈন্য নামিয়ে যখন হেলিকপ্টারটি উড্ডয়ন শুরু করে তখনই গুলি করে সেটি ভূপাতিত করা হয়।

বৃহস্পতিবার সবচেয়ে গোলযোগপূর্ণ শহর স্লোভিয়ানিস্কে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এখানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ উল্লেখযোগ্যহারে বেড়ে গেছে।

এর আগে এ মাসের শুরুর দিকে আরো দু্টি সামরিক হেলিকপ্টার গুলি করে বিধ্বস্ত করা হয়। সেটাও স্লোভিয়ানিস্ক শহরে। সেবার পাইলট ও সার্ভিসম্যান নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।