ঢাকা: ওয়েবে ভক্তমনে সবচেয়ে আবেশ জাগানো শীর্ষ একশ জনের তালিকায় স্থান করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার ও বলিউড কিং খ্যাত শাহরুখ খান।
টাইমস ম্যাগাজিনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

তালিকায় প্রথম স্থানে অবস্থান করছেন ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা জর্জ ডব্লিউ বুশ। সর্বাধিক ৬৫ দশমিক ৬ পয়েন্ট নিয়ে তিনি এ অবস্থানে রয়েছেন।
৪৫ দশমিক ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ রয়েছেন ৬১তম স্থানে। পোপ ফ্রান্সিস রয়েছেন ৭০তম স্থানে। সাকেব ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার রয়েছেন ৭৭তম স্থানে।
অনলাইন এবং উইকিপিডিয়ার প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৪