ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীর প্রতি শুভেচ্ছা

পাক কারাগার থেকে ছাড়া পেলো ১৫১ ভারতীয় জেলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মে ২৫, ২০১৪
পাক কারাগার থেকে ছাড়া পেলো ১৫১ ভারতীয় জেলে নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফ

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ সামনে রেখে বন্ধুত্বের স্মারক হিসেবে নিজেদের কারাগারে বন্দী ১৫১ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান।

করাচির মালির কারাগার থেকে ৫৯ জন এবং হায়দরাবাদের নারা কারাগার থেকে আরও ৯২ জন ভারতীয় জেলেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান।



কারাগার থেকে ছাড়া পেয়ে ইতোমধ্যে ওই জেলেরা এখন ভারতের মাটিতে।

মালির জেলের সুপারিন্ডেন্ট সৈয়দ নাজির হোসেন বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে ভারতীয় জেলেদের ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে পাক শুভেচ্ছা স্মারকের বদলি হিসেবে ভারতও তাদের কারাগারে বন্দী ৪শ’ পাকিস্তানি জেলেকে ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

তবে মোদীর শপথ সামনে রেখে শুধু পাকিস্তানই নয়, শ্রীলঙ্কাও তাদের কারাগারে থাকা ভারতীয় জেলেদের মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে।

রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্ষে তার টুইটে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে ৫ জেলেকে ছেড়ে দেয়া হচ্ছে।

সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্ষেকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

আমন্ত্রণ গ্রহণ করে তারা দুজনেই শপথ অনষ্ঠানে অংশ নিচ্ছেন।

জানা গেছে সোমবার নওয়াজ উড়ে যাবেন দিল্লি। এ সময় তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ এবং পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।