ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মাসিক বেতন কত?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মে ২২, ২০১৪
প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মাসিক বেতন কত?

ঢাকা: আগামী ২৬ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ৭ রেসকোর্স রোডে বাসভবন।

প্রধানমন্ত্রী অফিসের ঠিকানা রাইসিনা হিলসের সামনে দক্ষিণ ব্লকে।

প্রধানমন্ত্রী হিসেবে এতসব পরিবর্তনের পর আরও একটি পরিবর্তন আছে মোদীর।

প্রধানমন্ত্রী হিসেবে মোদী মাসিক বেতন পাবেন এক লাখ ষাট হাজার রুপি। এর মধ্যে বেসিক সেলারি হিসেবে প‍াবেন ৫০ হাজার রুপি, দৈনিক ভাতা হিসেবে মাসিক বেতন পাবেন ৬২ হাজার রুপি, সংসদ সদস্য হিসেবে পাবেন মাসিক ৪৫ হাজার রুপি। এর বাইরে বিবিধ ভাতা হিসেবে পাবেন তিন হাজার রুপি।

এছ‍াড়া প্রধানমন্ত্রীর জন্য থাকছে ব্যক্তিগত কর্মী, বিশেষ বিমান, সরকারি বাংলো সহ অন্যান সুযোগ-সুবিধা।

২০১৩ সালের আরটিআই আইনের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।