ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কূটনীতিক উপহার ‘পান্ডা’!

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, মে ২২, ২০১৪
কূটনীতিক উপহার ‘পান্ডা’!

কুয়ালালামপুর: চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উপহার স্বরূপ দু’টি পান্ডা পাঠিয়েছে চীনা সরকার।

বৃহস্পতিবার সকালে দু’টি বড় আকারের পান্ডা চীনের চেংদু শহর থেকে কুয়ালালামপুর পৌঁছেছে।



মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ নিয়ে উত্তেজনা সত্ত্বেও উভয় দেশ থেকে প্রতিনিধিরা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে বলে উল্লেখ করেছেন।

এমএইচ-৩৭০ এর গায়েব হওয়ার পর কমপক্ষে ৩০ হাজার চীনা পর্যটক মালয়েশিয়ায় অবকাশযাপনের পরিকল্পনা বাতিল করেছেন।

পান্ডা দু’টি প্রথমে ১৬ এপ্রিল মালয়েশিয়ায় পৌঁছানোর কথা থাকলেও এমএইচ-৩৭০ এর যাত্রী ও তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর তারিখ পরিবর্তন করা হয়।

আট বছর বয়সী পান্ডা দু’টির মধ্যে মেয়ে পান্ডার নাম ফেং উই, যার অর্থ ফিনিক্স ও পুরুষ পান্ডা ফু ওয়া, যার অর্থ ভাগ্যবান।

ইতোমধ্যে কুয়ালালামপুরের জাতীয় চিড়িয়াখানায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে তাদের জন্য বিশেষ ঘর তৈরির পরিকল্পনা করা হয়েছে। আর এ ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে অনেক বিতর্ক।

পরিবেশবিদরা বলছেন, এত অর্থ অপচয় না করে মালয়েশিয়ার বন্যপ্রাণি রক্ষায় কাজে লাগানো যেত।

জুন মাসের শেষে জাতীয় চিড়িয়াখানায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মে ২২, ২০১৪/আপডেট: ১১৪৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।