ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোবারকের ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, মে ২১, ২০১৪
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোবারকের ৩ বছরের জেল ছবি: হোসনি মোবারক

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।

জনগণের তহবিল লুটে নেওয়ার অভিযোগে বুধবার আদালত তাকে তিন বছর কারাদণ্ডের সাজা দেন।



হোসনি মোবারকের দুই ছেলে আলা ও গামালকে এ অভিযোগে চার বছরের সাজা দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ৬০ ডলার লুণ্ঠনের অভিযোগ আনে। এ অর্থ রাষ্ট্রপতির প্রাসাদ সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছিল।

৮৬ বছর বয়সী হোসনি মোবারক ২০১১ সালে ক্ষমতার অপব্যবহার ও আর বিরুদ্ধে আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

এ ঘটনার প্রতিবাদে আরব বসন্ত নামে সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র হলে হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দুই ছেলেসহ তাকে কারাগারে পাঠানো হয়।

বিচারে ২০১২ সালে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলেও পরবর্তীতে সাজা বাতিল করে দেয় মিশরের উচ্চ আদালত। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা চলায় তাকে এতদিন গৃহবন্দি রাখা হয়েছিল।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে স্বৈরতান্ত্রিকভাবে মিশরকে শাসন করেন হোসনি মোবারক।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৪/আপডেটেড: ১৫০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।