ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মে ২০, ২০১৪
রাশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা : রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেকাশোভো ১ নম্বর স্টেশনে মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের নয়যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ৪৫ জন আহত  হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাচঁজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ট্রেনটে মস্কো থেকে মলদোভার সিসিয়ানোতে যাওয়ার সময় স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনাটিতে কতজন যাত্রী ছিল তা জানা না গেলেও ৩৯৪টি টিকিট বিক্রি হয়েছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

এ ঘটনায়  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সমন্বয়ক ভাদিম এন্ড্রনব।

বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, মে ২০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।