ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিভক্ত রাজনীতির দিন শেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, মে ১৭, ২০১৪
বিভক্ত রাজনীতির দিন শেষ

ভারতের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিজেপি নেতা নরেন্দ্র মোদী রাজধানী দিল্লিতে এক রোড শো’তে অংশ অংশ নিয়েছেন। প্রায় দশ কি.মি দীর্ঘ ওই রোড শোতে হাজার হাজার মানুষ মোদীকে অভিনন্দন জানান।

এর আগে দিল্লিতে দলীয় কার্যালয়ে মোদীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

রোড শো ক্যাম্পইনে মোদী ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন। নিজ শহর গুজরাট থেকে দিল্লিতে প্যারেড শোতে অংশ নিতে আসলে রাস্তার পাশে থাকা হাজার হাজার সমর্থক পতাকা নেড়ে, ভি-চিহ্ন প্রদর্শন করেন।

পার্টির সদর দপ্তরে মোদী বলেন, আমি ভারতের জনগণকে সম্মান জানিয়ে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তিনি তার বিজয়কে ভারতের বিজয় বলে উল্লেখ করেন।

জনগণকে সচেতন করার জন্য ভারতীয় গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, বিভক্ত রাজনীতির দিন শেষ। আজ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করার রাজনীতি শুরু হচ্ছে।

এরপর মোদীর নিজ আসন বারণসিতে ‍এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এখনও তার শপথ নেওয়ার দিনক্ষণ ঠিক হয়নি। এর আগে ২০ মে বিজেপির নেতাকর্মীরা বৈঠকে বসবেন।

মোদীর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনসহ বিশ্বের বহু নেতা। বারাক ওবামা শুক্রবার রাতে মোদীকে ফোন করে যুক্তরাষ্ট্র পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।