ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুই আসনেই জয়ী মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, মে ১৬, ২০১৪
দুই আসনেই জয়ী মোদী সংগৃহীত

ঢাকা: গেরুয়া ঝড় বইছে ভারতজুড়ে। খোদ নরেন্দ্র মোদীই এই ঝড়ের সামনে রয়েছেন।

ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের দু’টি আসনেই জয়লাভ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গুজরাটের ভাদোদরা আসনে কংগেস প্রার্থী মধুসূদন মিস্ট্রিকে চার লাখেরও বেশি ভোটে হারিয়েছেন মোদী।

অপরদিকে উত্তর প্রদেশের বারানসি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ৫০ হাজারেরও বেশি ব্যবধানে হারিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে সবগুলোরই খসড়া ফলাফল ঘোষণা করা হয়।

এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩২৯ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৬২ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৫২টি আসন।  

**কেউ এগিয়ে কেউ পিছিয়ে পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীরা

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।